সময় ই-নিউজ
হৃদয় চৌধুরী মামুনঃ
রাজধানী লালবাগ পশ্চিম শহীদ নগর থেকে গত ০৮ সেপ্টেম্বর শুক্রবার মোঃ হযরত আলী নামে ১৩ বছরের একটি ছেলে হারানো গিয়েছে । হযরত আলীর বাবা শায়েদ আলী সময় ই-নিউজ ডটকম কে জানান শুক্রবার সকালে মাদ্রাসা থেকে খেলতে বের হয় এরপর মাদ্রাসায়ও যায়নি বাসায় ও ফিরে আসেনি , মাদ্রাসার আরেকটি ছাত্রের সাথে সারাদিন খেলা করে সাথের ছেলেটির অভিভাবক এসে সেই ছেলেটিকে নিয়ে যায় এদিকে হযরত আলী ভয়ে মাদ্রাসায়ও যায়নি বাসায়ও আসেনি একপর্যায়ে হযরত আলীর বাবা মা হযরত আলীকে অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে পাইনি।
হযরত আলী সাতপারা কোরআনে হাফেজ, পশ্চিম শহিদনগর নূরানী মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করতো।
হারিয়ে যাওয়া হযরত আলীর সন্ধান না পেয়ে বাবা মায়ের বুক ফাটা কান্নার আহাজারি, দিনরাত সন্তানকে খোঁজে দিশেহারা হয়ে যাচ্ছেন।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন বিনীত ভাবে অনুরোধ করা হচ্ছে এই ঠিকানায় যোগাযোগ করার জন্য।
হারিয়ে যাওয়া ছেলে হযরত আলীর বাসার ঠিকানা
ঢাকা- কামরাঙ্গীরচর , ৫৭ নং ওয়ার্ডে চান মসজিদের গলি জাহাঙ্গীর সাহেবের বাড়ির ভাড়াটিয়া।
যোগাযোগের সুবিধার্থে মোবাইল নাম্বার – বাবা- শায়েদ আলির মোবাইল নাম্বার – 01706426200 এবং হযরত আলীর বোন জামাই মোবাইল নাম্বার – 01748361089
হযরত আলীর বাবা থেকে জানা যায় হারিয়ে যাওয়া সন্তানের সন্ধান পেতে লালবাগ থানায় একটি জিডি করা হয়েছে।
শেয়ার করুন
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply