মোঃ শাহীনুর ইসলাম ধ্রুব নয়নঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের একমাত্র প্রয়াতপুত্র সায়াম উর রহমান সায়ামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর (বুধবার) বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহ্ফিলের অনুষ্ঠিত হয়েছে।
সকালে রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল এবং বাদ আসর মরহুমের রুহের মাগফিরাত কামনায় রিংরোডের সূচনা কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়, শুধু সূচনা কমিউনিটি সেন্টারেই বিশ হাজারেরও বেশি মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
উক্ত দোয়া মাহফিলে মরহুমের পিতা সাবেক সাংসদ জাহাঙ্গীর কবির নানক ও মাতা অ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু নার্গিস সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী সহ বাংলাদেশ আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ ঢাকা-১৩ আসনের সর্বস্তরের বাসিন্দারা উপস্থিত ছিলেন। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকার্ত পরিবারবর্গের সদস্যদের উপর রহমত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, সায়াম ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ২০১১ সালেই সায়াম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয় এবং প্রতিষ্ঠার পর থেকেই আর্ত-মানবতার সেবায় বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে বেশ প্রশংসনীয় অবদান রেখে যাচ্ছে সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply