সময় ই-নিউজ
হৃদয় চৌধুরী মামুনঃ
রাজধানী কামরাঙ্গীরচর থেকে গত ২৫শে আগস্ট মোঃ আলভী হোসেন রিফাত ১৪ বছরের একটি ছেলে হারানো গিয়েছে । আলভী হোসেন রিফাত এর বাবা হাজী জাকির হোসেন মোল্লা সময় ই-নিউজ কে জানান শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাবা ছেলে একসাথে বাসায় আসি তারপর ছেলে বাসা থেকে বের হয় খেলতে যাওয়ার কথা বলে, আলভী হোসেন রিফাত খেলতে গেছে আবার ফিরে আসবে ফিরে না আসায়, একপর্যায়ে আরভী হোসেন রিফাত কে খুঁজে পাওয়া যাচ্ছে না, রিফাতের বাবা আরও জানান সিফাত ভুলু রঙের গেঞ্জি এবং কালো রঙের টাউজার পরনে ছিল।
হারিয়ে যাওয়া আলভী হোসেন রিফাতের সন্ধান পেতে এক বাবা মায়ের বুক ফাটা কান্নার আহাজারি, দিনরাত সন্তানকে খোঁজে দিশেহারা হয়ে যাচ্ছেন আলভী হোসেন রিফাতের বাবা-মা এবং আত্মীয়-স্বজন।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন বিনীত ভাবে অনুরোধ করা হচ্ছে এই ঠিকানায় যোগাযোগ করার জন্য।
হারিয়ে যাওয়া আলবভী হোসেন রিফাতের বাসার ঠিকানা
ঢাকা- কামরাঙ্গীরচর , খালপার রোড, মুন্নি প্লাস্টিক, যোগাযোগের সুবিধার্থে মোবাইল নাম্বার – বাবা- হাজী জাকির হোসেন মোল্লা- ০১৭১৪০৫৮৫৫৪ এবং
চাচা- হাজী আনোয়ার হোসেন- ০১৭১৪৩৯১৭৭৭
শেয়ার করুন
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply