মোঃ শাহীনুর ইসলাম ধ্রুব নয়নঃ
ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন হতে পারে বলে মন্তব্যে করলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড জাহাঙ্গীর কবির নানক। ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আদাবর থানা আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্যে করেন।
২৭ আগষ্ট (রোববার) বিকাল চারটায় আদাবরের শেকেরটেক এলাকায় এ শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদাবর থানা আওয়ামীলীগের স়ভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দীন শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডির সাবেক প্রতিমন্ত্রী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগের সাবেক চেয়ারম্যান, ঢাকা-১৩ আসনের সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড জাহাঙ্গীর কবির নানক।
এসময় প্রধান অতিথির দেওয়া বক্তব্যে নানক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কাকডাকা ভোরে মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আস-সালাতু খায়রুমমিনান নাওম বলছিলো, আযান দিচ্ছিলো ঠিক সেই সময় পৃথিবীর ইতিহাসে সবচাইতে ন্যাক্কারজনক, নৃশংস, বর্বরতম, জঘন্যতম নির্মম হত্যাকান্ডটি ঘটায়। পৃথিবীর ইতিহাসে এমন হত্যাকান্ড এর আগে আর কেউ দেখেনি উল্লেখ করে নানক বলেন, কে খুন করেছিলো? জিয়াউর রহমান এ হত্যাকান্ড ঘটিয়েছিলো। তার প্রমাণ- জিয়াউর রহমান ২৪ ঘন্টা কারফিউ দিয়ে দেশ চালিয়েছে। খুনি মোশতাকের দেয়া ইনডিমিনিটি আইন পাশ করেছে। যাতে শেখ হাসিনা, শেখ রেহানা কোনদিন বিচার চাইতে না পারে। সব আজ স্পষ্ট হয়ে গেছে।
বীর মুক্তিযোদ্ধা এ্যাড জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, যুদ্ধের সময় আমরা বাংকারে জয় বাংলা বলে টিগার চাপতাম। আর জিয়া এসে সেই জয় বাংলা শ্লোগানকে নিষিদ্ধ ঘোষণা। এমনকি ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করলো। আমরা কোথাও ৭ মার্চের ভাষণ মাইকে বাজাতে পারি নাই।
নানক বলেন, তারেক জিয়া ২১ গ্রেনেড হামলা করেছে শেখ হাসিনাকে মারার জন্য, আওয়ামীলীগের নেতাকর্মীদের মেরে ফেলার জন্য। কিন্তু, রাখে আল্লাহ মারে কে! এসময়, নানক বর্তমান সরকারের সকল উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকার পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপন করেছেন আর জামায়াত-বিএনপি সে সব গাছ কেটেছে। শেখ হাসিনা সরকার রেল ব্যবস্থা উন্নত করছে আর তারা রেল লাইন ধ্বংস করেছে। লাইন উপড়ে ফেলেছে। ট্রেনের ইঞ্জিলে আগুন দিয়ে দেশটাকে ধ্বংস করতে চেয়েছিলো।
এসময়, নানক সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন হতে যাচ্ছে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তির বিরুদ্ধে দেশের সচেতন জনগণকে রুখে দাঁড়াতে বলেন।
যদি কেউ নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর কোন ঘটনা ঘটাতে চায় তা প্রতিহৃত করতে ছাত্র লীগ, যুবলীগসহ দেশের জনগণ সে সব ষড়যন্ত্রকারীদের হাত-পা ভেঙ্গে দিবে, গুড়িয়ে দিবে বলেও হুঁশিয়ারী দেন নানক। বিএনপি-জামায়াত নির্বাচনকে কেন্দ্র করে দেশের পাহাড়ে অস্ত্র মুজুদ করছে। জঙ্গীবাদ সৃষ্টি করছে। এসময় তিনি এসব বিষয়ে কড়া হুঁশিয়ারী দেন।
এরআগে ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন শেষে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সূচনা করা হয়। এ সময় ১৯৭৫ সালে১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদদের-কে নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। পরিশেষে ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে, দুঃস্থ-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ শেষে দোয়া করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, উত্তরের সহ-সভাপতি ও ঢাকা-১৩ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ সাদেক খান, উত্তর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কামরান শাহিদ মহাব্বত প্রিন্স, আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, আদাবর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াসিন মোল্লা ও নাজিব আমজাদ, ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ১০০ নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি সানাউল্লাহ, সাধারণ সম্পাদক কবির হোসেন, আদাবর থানা আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খলিল হাওলাদার, তথ্য-গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম ধ্রুব নয়ন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ওয়ার্ড যুবলীগ নেতা শেখ সিদ্দিকুর রহমান, শাহরুখ খান জাহান পাপ্পু, মোঃ বাচ্চু মিয়া,
আদাবর থানা ছাত্রলীগের সভাপতি মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শাওন, ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসানুর ইসলাম রাষ্টন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিন আক্তার সাথী ও রোখসানা আলম। ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফোরকান হোসেন। আদাবর থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোজী জয়িতা, সাধারণ সম্পাদক সেলিনা শারমিন শিলমা, আদাবর থানা যুব মহিলালীগের সভাপতি মরিয়ম আক্তার, সাধারণ সম্পাদক চাঁদনী আফরোজ, আদাবর থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আপন মাহমুদ, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ রানা এবং
মোহাম্মদপুর থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, মোহাম্মদপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লায়ন এম এ লতিফ প্রমুখ।
শেয়ার করুন
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply