সময় ই-নিউজ রিপোর্টঃ
ফরিদগঞ্জে ২নং বালিথুবা ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা,কুইজ,আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা ২নং বালিথুবা ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাব আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেন্ডার প্রোমোটার শেখ সিদ্দিকী শাওনের তত্বাবধানে এবং আবৃত্তি শিক্ষক মোঃ জুয়েল হোসেনের পরিচালনায় আলোচনাসভা,কুইজ,আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হাসান ও ক্লাবের জেন্ডার প্রোমোটার শেখ সিদ্দিকী শাওন প্রমুখ।
উল্লেখ্য সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক কিশোর-কিশোরীদের বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে কাজ করছে দেশের ৪ হাজার ৮৮৩টি কিশোর-কিশোরী ক্লাব। এছাড়াও এসব ক্লাব জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিরোধমূলক সচেতনতা, প্রশিক্ষণ, সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যদিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে ৪ হাজার ৮৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। যার মধ্যে দেশের ৪ হাজার ৫৫৩টি ইউনিয়ন এবং ৩৩০টি পৌরসভা রয়েছে। ক্লাব সদস্যদের বয়স ১০-১৯ বছর। প্রতিটি ক্লাবে ২০ জন কিশোরী ও ১০ জন কিশোর রয়েছে।
জেন্ডার প্রোমোটার শেখ সিদ্দিকী শাওন জানান, কিশোর কিশোরীদের অফুরন্ত সম্ভাবনায় মানুষ গঠনে সমাজ তথা জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তরুণ প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তোলার অংশ হিসেবে এটি করা হয়েছে। যা নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।
ক্লাবের আবৃত্তি শিক্ষক মোঃ জুয়েল হোসেন জানায়, এ ক্লাবের মাধ্যমে ক্লাব সদস্যদেরকে বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার বেইজড নির্যাতন প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য ও অধিকার, জন্মনিবন্ধন, বিবাহ নিবন্ধন, যৌতুক, ইভটিজিং, শিশু ও নারী অধিকার, মাদকাসক্তি, নারী ও শিশু পাচার প্রতিরোধ, আইনি সহায়তা প্রদান, এইচআইভি/এইডস প্রতিরোধ, ব্যক্তিগত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও এই ক্লাবের মাধ্যমে কিশোর-কিশোরীদের সৃজনশীল ও সাংস্কৃতিক বিকাশে ব্যবস্থা রয়েছে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply