বিনোদন ডেস্ক রিপোর্টঃ
কবি ও গীতিকার শিমুল ভূঁইয়ার কথায় আসছে তুই স্বার্থপর। স্টুডিও ট্রেন্ডিং ভিশন মিউজিকের ব্যানারে তুই স্বার্থপর গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন হাসিবুল ইসলাম। কত আশা করে আমি বেঁধেছিলাম ঘর, কোনবা দোষে সখি আমায় করলি রে তুই পর। নিদ্রা বিহীন চোখে আমার ম্মৃতি করে ভর। জনম আমার দুঃখে কাটে তোকে ভালোবেসে রে, জানা ছিল না রে সখি ভাঙ্গবি আমার অন্তর। তুই তো স্বার্থপর রে সখি তুই তো স্বার্থপর – শিমুলের কথায় ইতিমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
মিউজিক ও মিক্স মাস্টার রাজু আহমেদ এবং তুই স্বার্থপর গানটতে বাঁশি বাজিয়েছেন বিখ্যাত বংশিবাদক খোকন।
আসছে ২০শে এপ্রিল সন্ধ্যে ৭টায় শিমুল ভূঁইয়া ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হবে নিশ্চিত করেন কবি ও গীতিকার শিমুল ভূঁইয়া।
এর আগে গত ঈদে কবি ও গীতিকার শিমুল ভূঁইয়ার ইসলামী সংগীত এলো ফিরে রামাদান, দিওয়ানা ও পাইনি কারো মন শিরোনামে তিনটি গান শ্রোতাদের মনে দাগ কাটে এবং ব্যাপক প্রশংসিত হয়। এছাড়াও শিমুল ভূঁইয়া সম্পাদিত শব্দ তালে মনটা নাচে শিরোনামে একটি যৌথ কাব্যগ্রন্থ এবং বুকের গভীর ভাঁজে শিরোনামে প্রকাশিত একক কাব্যগ্রন্থ ইতিমধ্যে পাঠকমহলে বেশ সমাদৃত হয়েছে। শিমুল ভূঁইয়া জানান, তার নিজের লেখা আরো বেশ কয়েকটি গানের রেকর্ডিং চলছে। পর্যায়ক্রমে দর্শক-শ্রোতাদের জন্য নিয়মিত আরো ভালো ভালো গান তিনি উপহার দিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ার করুন
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply