শাহীনুর ইসলাম ধ্রুব নয়নঃ
আগামী ২২ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মোশাররফ খান ফুটবল একাডেমি টুর্নামেন্ট-২০২৩। ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার (একে) স্কুল এন্ড কলেজ মাঠে এ টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আশুলিয়া ইউনিয়ন যুবলীগের পরিচ্ছন্ন সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট ক্রীড়াবিদ, শিক্ষানুরাগী, বৃক্ষপ্রেমী ও সমাজসেবক হাজী মোঃ মোশাররফ খানের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে খেলার বিষয়টি জানা যায়।
এব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে মোশারফ খান খেলার বিষয়টি নিশ্চিত করে আমাদেরকে বলেন, সারাদেশব্যাপী যখন মাদকের বিষাক্ত ছোবলে তরুণ ও যুবকরা নীল হয়ে যাচ্ছিলো ঠিক তখনই আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং সাংবাদিকদের লেখালেখির ফলে মাদকের বিষয়টা অনেকটা নিয়ন্ত্রণে আসে। আশুলিয়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আমি সরাসরি যুদ্ধ চালিয়ে যাচ্ছি। আমি মাদক প্রতিরোধে যুব সমাজকে সাথে নিয়ে মোশাররফ খান ফুটবল একাডেমি ২০২৩ সালের জানুয়ারীতে গড়ে তুলি। আমি নিজে একজন খেলোয়াড় ছিলাম। বর্তমানে ফুটবল খেলা বিলুপ্তপ্রায়। তরুণ ও যুব সমাজ যদি খেলাধূলায়, শরীর চর্চায়, পাবলিক লাইব্রেরীতে বই পড়ে অবসর সময় কাটায় তাহলে তারা মাদক থেকে দূরে থাকতে পারবে এমন চিন্তা ভাবনা থেকেই মোশাররফ খান ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করি। বসুন্ধরা কিংসের কোচ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকের সার্বক্ষণিক তত্বাবধানে আশুলিয়া ইউনিয়নের ২৯ টি গ্রামের তরুণ-যুবকদের ফুটবল প্রশিক্ষণ চলছে। তাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। যাবতীয় খরচ মোশাররফ খান ফুটবল একাডেমি বহন করে যাচ্ছে বলেও নিশ্চিত করেন যুবলীগের ক্লিন ইমেজের এই নেতা।
এরই ধারাবাহিকতায় আগামী মাসের ২২ জুলাই (শনিবার) বিকাল চারটায় দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যারিস্টার সুমন ফুলবল একাডেমি বনাম মোশাররফ খান ফুটবল একাডেমির মধ্যকার ফুটবল খেলা। এ উপলক্ষে সরেজমিনে আশুলিয়ার দোসাইদ একে স্কুল এন্ড কলেজ পাড়া এলাকায় গিয়ে দেখা যায়- সেখানে রীতিমতো আনন্দ উৎসব শুরু হয়েছে। বিলুপ্তপ্রায় ফুটবল খেলাকে মানুষ এতোটা ভালোবাসে তা ফুটবলপ্রেমীরা নিঃসংকোচে জানান দিচ্ছেন। চারিদিকে সাজ সাজ রব!
এসময় দোসাইদ অধন্য কুমার (একে) স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মোশাররফ খান আরও জানান, এখানে বঙ্গবন্ধু লাইব্রেরী কর্ণার প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে সকল নাগরিক বিনামূল্যে সব সময় উন্মুক্ত পরিবেশে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে। খেলাধূলা, শারীরিক চর্চা ও বই পড়ার মাধ্যমে তরুণ ও যুব সমাজকে সচেতন করে একদিন মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে এমনটায় স্বপ্ন দেখছেন মোশাররফ খান ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ক্রীড়াবিদ ও শিক্ষানুরাগী হাজি মোঃ মোশাররফ খান।
শুধু তাই নয়, ইতিমধ্যে এই তরুণ যুব সমাজকে সাথে নিয়ে পাঁচ হাজার বৃক্ষরোপনের কর্মসূচিও হাতে নিয়েছেন বলে নিশ্চিত করেন বৃক্ষপ্রেমী মোশাররফ খান।
এলাকাবাসীরা বলেন, মোশাররফ খান আশুলিয়াবাসীর জন্য আশির্বাদ। তার কারণে তাদের ছেলেমেয়েরা বিপথগামী না হয়ে সুপথগামী হয়েছে। অত্র এলাকায় কেউ মাদক সেবন করে না। সবাই খেলাধূলা ও বই নিয়েই ব্যস্ত!
মোশাররফ খান আরও বলেন, শুধু আমার আশুলিয়া ইউনিয়নবাসীই নন, সারা বাংলাদেশের অভিভাবকদের নিকট তিনি আবদার করে বলেন, আপনারা আপনাদের প্রিয় সন্তানদেরকে পর্যাপ্ত সময় দিন। সন্ধ্যার পর তারা কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে এসব ব্যাপারে আপনারা খোঁজখবর রাখুন। আপনার সন্তান নষ্ট হবার পূর্বেই আপনারা বাবা মা সতর্ক হোন। একজন বাবা মা সতর্ক হলেই সে ঘরের সন্তান কখনো খারাপ পথে যাবেনা। এসময়, তিনি সন্তানদের সময় দেবার পাশাপাশি সুস্থ্য বিনোদন, বই পড়া ও খেলাধূলায় মনোযোগী করে গড়ে তোলার আহ্বান জানান।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply