কােম্পানীগঞ্জ(নােয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী কােম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৯৮ কােটি ৪৬ লাখ ৩১হাজার চারশ তিরাশি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা গতকাল বুধবার বেলা ১০টার দিকে এ বাজেট ঘোষণা করেন।
পৌরসভার ভাষ্যমতে, বাজেটে ৩১ কােটি ৯৯ লাখ টাকা রাজস্ব আয় ও ৩১ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা রাজস্ব ব্যয় দেখানো হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৩ লাখ ৩০ হাজার টাকা।
গতকাল পৌর ভবনের সম্মেলনকক্ষে মেয়র আব্দুল কাদের মির্জা সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব মােঃ হালিম উল্যাহ, বাজার পরিদর্শক করিমুল হক, সহঃ কর আদায়কারী জাকির হোসেন, কর আদায়কারী আবু নাছের, হিসাবরক্ষক মাইন উদ্দিন, প্যানেল মেয়র- নুর হােসাইন ফরাদ, কাউন্সিলর রওশন আরা মিলি,কাউন্সিলর মাকসুদাহ আক্তার, কাউন্সিলর হাছিনা আক্তার, কাউন্সিলর আবুল হােসেন আরজু, কাউন্সিলর হারুন আর রশীদ, কাউন্সিলর মােঃ রাসেল, কাউন্সিলর এ বি এম ছিদ্দিক, কাউন্সিলর নুর নবী সবুজ,প্রেসক্লাব কােম্পানীগঞ্জ এর সভাপতি সাংবাদিক ইমাম হাছান রাসেল, সাংবাদিক শাহাদাত হােসেন ও সাংবাদিক নেতৃবৃন্দ, আরও উপস্থিত ছিলেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply