খায়রুননেসা রিমি
ভালো লাগা আর ভালোবাসা
এক কথা নয় কভু,
মনের মাঝে তোর ছবিটাই
আটকে আছে তবু।
বদলে গেছে সময় এখন
বদলে গেছে মন,
হুদাই কেন মেসেঞ্জারে
খোঁচাস সারাক্ষণ?
ব্যস্ত আছি নানা কাজে
সময় ভীষণ বৈরী,
মেসেজ ব্লক খাওয়ার জন্য
হয়ে যা তৈরি।
ভীষণরকম ব্যস্ত থাকি
নানা রকম কাজে,
মেসেজ দিয়ে জ্বালাস না আর
সকাল দুপুর সাঁঝে।
মেসেজগুলো মুখ থুবড়ে
পড়েই থাকুক রোজ,
আর নিব না মেসেঞ্জারে
তোর মেসেজের খোঁজ।
কাজ করতে ভালোবাসি
কাজের মাঝেই থাকি,
এই জন্যই মনবালককে
মেসেজ ব্লকে রাখি।
কবিতা লেখক – খায়রুননেসা রিমি
শেয়ার করুন
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply