সময় ই-নিউজ
হৃদয় চৌধুরী মামুনঃ
সম্পূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসলো ফাইজা আহসান অর্ণি। দীর্ঘ দিন শারিরীক অসুস্থতা নিয়ে ভারতের সিএমসি ভেলর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিল সে। তার বয়স ১২ বছর । হাসপাতালের অপারেশন বিভাগের প্রধান, ডা. মেরিজন এর তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করে মেজর অপারেশন করা হয়, সকলের নিরলস চেষ্টায় অপারেশন সফল হয় এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে অর্ণি। এখন সে সম্পূর্ণ সুস্থ।
এর আগে বিভিন্ন হাস্পাতালে অর্নিকে চিকিৎসা করানো হয়েছে।
অর্ণির গ্রামের বাড়ি বাগের হাট জেলার
ফকিরহাটে।
ফাইজা আহসান অর্নির বাবা সাংবাদিক কামরুল আহসান হীরক তার একমাত্র কন্যা সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
শেয়ার করুন
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply