সময় ই-নিউজ
হৃদয় চৌধুরী মামুনঃ
(পত্রকাব্য)
প্রিয় মনবালক,
এক সময় তোমাকে,
তোমার ছবিকে
এমনকি তোমার সেকেলে নামটাও
আমার ভীষণ পছন্দের ছিল। কারণে অকারণে উবু হয়ে পড়ে থাকতাম তোমার মেসেঞ্জারে। সেকেণ্ডে সেকেণ্ডে মেসেজ যন্ত্রণায় অতিষ্ঠ করে তুলতাম তোমাকে।
মনে আছে?
পাগলামিভরা আমার সেই সব দিনগুলোর কথা।তুমি বিরক্ত হতে,কখনও কখনও ভালোও লাগতো,কেউ একজন তোমাকে পাগলের মতো ভালোবাসে বলে।
আমি কিন্তু তোমাকে তখনই বলেছিলাম,
এটা ভালোবাসা নয় এটা সাময়িক মোহ।
দুদিন পরে তোমার কিছুই আর আমাকে আকর্ষণ করবে না। ভালো লাগবে না তোমার কোনো কিছুই।
সত্যিই তাই তোমার কোনো কিছুই এখন আর আমার ভালো লাগে না।
আমি অবাক হই তুমি কতোটা ক্ষেত ভেবে!
ক্ষেত না হলে কোনো পুরুষ মানুষ কখনও কটকটে নীল শার্ট পরা ছবি প্রোফাইল পিক করে?
ছিহ, দেখেই বমি চলে আসে।
তোমার কালার পছন্দ অনেক বাজে,
চেহারা ছবি এমনিতেই দেখতে খুব একটা ভালো না।তারউপর যদি উদ্ভট কালারের পোশাক পরো কি বাজে লাগে তোমাকে,
তা যদি বুঝতে তাহলে কখনও ঐসব কালারের পোশাক তুমি পরতে না।
ঐবাজে চেহারার তোমাকেও একসময় মোহে পড়ে ভালো লেগেছিল।
আমি ঠিক বুঝেছিলাম দুদিন পরে তোমাকে আর ভালো লাগবে না।কারণ মোহ আর ভালোবাসা এক নয়।
তোমাকে ভালো লাগার মোহটাই সেই সময় নেশায় পরিণত হয়েছিল।
তখন ভেবেছিলাম তোমাকে ভালো লাগার ঘোর আমার কখনই কাটবে না।অথচ দেখো এখন আমি আর তোমার টাইমলাইনে ফিরেও দেখি না। তোমার কোনো পোস্টেই আমি আর লাইক, কমেন্ট দেই না।অথচ সেই সময় আমার পোস্টে তোমার একটা লাইকের জন্য আমি হাপিত্যেশ করতাম,
কখনও কখনও ৩/৪ শ লাইক একটা একটা করে খুঁজে দেখতাম তুমি আমার পোস্টে লাইক দিলে কিনা।
অথচ এখন আর তোমায় মনে পড়ে না।যখন তোমার মোহে মোহাচ্ছন্ন ছিল আমার হৃদয় মন তখন আমিই তোমাকে বলেছিলাম,আমাকে তুমি মেসেজ ব্লক করে দাও। তোমার মেসেঞ্জারের সবুজ বাতি আমাকে বিবাগী করে,তোমার প্রতি আকৃষ্ট করে। তুমি লক্ষ্মি ছেলের মতো সেদিন আমার কথা রেখেছিলে।
সেই থেকে আস্তে আস্তে আমি তোমাকে ভুলতে থাকি।অতঃপর চূড়ান্ত ভাবেই ভুলে যাই। তাই এখন তোমার সব কিছুই আমার কাছে অসহ্য লাগে।কখনও যদি তোমার কোনো পোস্ট সামনে চলে আসে আমি জাস্ট ইগনোর করি।
তুমি কি তা টের পাও?
একটা মজার কথা বলতে ভুলে গেছি তোমাকে নিয়ে লেখা ‘ক্ষয়ে যাওয়া প্রেম ‘ ও মনবালকের খোঁজে
বইদুটি রয়েল পাবলিকেশন এর বেস্ট সেলার বই হিসেবে সম্মাননা পেয়েছে।
আমি জানি তুমি আমার কোনো পোস্টেই লাইক,কমেন্ট করো না।তার মানে এই নয় যে তুমি আমার পোস্ট পড়ো না বা আমাকে দেখো না।সব দেখো।
চোরের মতো লুকিয়ে লুকিয়ে।
তোমার কোনো কিছুকেই আমি আর এখন আগের মতো পাত্তা দেই না। তবে আমি তোমার কাছে বেশ খানিকটা ঋণী। এই তোমাকে নিয়েই আমি অসংখ্য বই লিখে ফেলেছি। তোমার সামান্য ভালোলাগাকে পুঁজি করেই লিখে গেছি একের পর এক বই।
মনবালক,অনেক দিন ভালো কোনো কবিতা লিখি না।তোমার মতো করে তুমুল ভালো লাগার কোনো মানুষ এখন আর আমার জীবনে নাই।
আসলে ভালো লাগাটা একদম আপেক্ষিক। কখন কাকে কেমন করে ভালো লেগে যায় বলা মুস্কিল।
আমি চাই তোমার মতো করেই আবারও সাময়িক সময়ের জন্য হলেও কেউ একজন আসুক আমার জীবনে , যার জন্য জন্ম হবে ‘যুবক তোমার জন্য’ মনবালকের খোঁজে ও ক্ষয়ে যাওয়া প্রেম বইয়ের মতো আরও কিছু বেস্ট সেলার বই!
ভালোবাসা নয়, আমি আবারও কারও প্রতি মোহাচ্ছন্ন হতে চাই ভালো কিছু বই লিখবো বলে।
ভালো থেকো ক্ষেত বালক।
ইতি
অস্তিত্বহীন মনবালিকা।
শেয়ার করুন
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply