সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার সহ দেশব্যাপী হাসপাতাল আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে শুক্রবার ১২ মে ১০ঃ ৩০ মিনিট সময় নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে লক্ষ্মীপুর জেলার সদর হাসপাতাল র্যালি ও আলোচনা সভা হয়
প্রধান অতিথিঃ আহাম্মদ কবীর সিভিল সার্জন তত্ত্বাব ধায়ক, সদর হাসপাতাল লক্ষ্মীপুর।
বিশেষ অতিথিঃ ডাঃ আনোয়ার হোসেন আর, এম, ও, সদর হাসপাতাল লক্ষ্মীপুর।
সভাপতিঃ মোসাঃ রেহানা বেগম নার্সিং সুপারভাইজার সদর হাসপাতাল লক্ষ্মীপুর।
জয়নাল আবদ্বীন ইমারজেন্সি মেডিকেল অফিসার সদর হাসপাতাল লক্ষ্মীপুর।
আব্দুল নূর, সিনিয়ার স্টাফ, হারুন রশিদ সিনিয়ার স্টাফ
সঞ্চালায়ঃ লাইলা ইয়াসমিন ও
শাহাদাত হোসেন, নুরুজ্জামান চৌধুর, আব্দুস শহীদ, আপা হালদার, ফাতেমা, লিলু দাস, জাহানারা, শাহাদাত, পপি খাতুন, জানারা সুলতানা, রুমা আক্তার কুসুম, মিঠু রানী শীল শারমিন, অনুষ্ঠান চলাকালীনে সময় রবীন্দ্র সংগীত ও গীতা পাঠ করা হয়
ডাঃ জয়নাল আবদ্বীন ইমারজেন্সি মেডিকেল অফিসার তিনি বলেন, হাসপাতলে রোগীদের প্রেসক্রিপশন পড়বো ও ইনডাকশন পোস্ট করব
ডাঃ আনোয়ার হোসেন আর, এম, ও, বলেন,
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সদর হাসপাতালের নার্সের সংখ্যা ৭০ জন্য করুণা মহামারীতে দিনরাত রোগীদের সেবা দিয়ে আসছে এই নার্সেরা প্রতিদিন ভর্তি হয়
রোগীদের কথা মনোযোগ দিয়ে শুনব ও নিয়মিত সেবা সময় নার্সেরা ফোনে আলাপ বন্ধ রাখবো রোগীরা হল মা-বাবা ভাই বোনদের মত
প্রতিটি রোগীরা বিপদে পড়ে আসে এদের সাথে ভালো ব্যবহার করব।
সদর হাসপাতালে সকল নার্সেরা আগামী ২০২৪ইং সালের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল নার্স হিসেবে দেখতে চাই
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply