মঞ্জুর আহমেদ :
“রুপসীবাংলা বহুমুখী সমবায় সমিতি লিঃ” ১৯৯৭ইং সনে সমবায় অধিদপ্তর হতে নিবন্ধন পায়, যার নিবন্ধন নং- ১২১, তাং- ১৬/০৪/১৯৯৭ইং। বর্তমানে এর সদস্য সংখ্যা ৬৪ জন। সদস্যদের আবাসন সমস্যা কল্পে সহকারী কমিশনার, সেটেলমেন্টের কার্যালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের, সেগুন বাগিচা, ঢাকা এর স্মারক নং- মিস ৪/৯৯/২২৭১/কসে, তারিখ-১৪/০৩/১৯৯৯ইং মূলে মিরপুর হাউজিং এষ্টেটের প্রাতিষ্ঠানিক প্লট নং- ১/৪-বি, বøক নং-ডি, সেকশন-১৫, জমির পরিমাণ কমবেশী ২ একর (৯৬৮০ বর্গগজ), চার কিস্তিতে মূল্য পরিশোধ সাপেক্ষে ৯৯ বছরের জন্য লীজ বরাদ্ধ প্রাপ্ত হয়। ১ম ও ২য় কিস্তির টাকা সদস্যরা পরিশোধ করেন। এরপর সদস্যদের মধ্যে জমিটি ৬৪ প্লটে ভাগ করে দেওয়ার কথা ছিল। কিন্তু সমিতির সম্পাদক মোঃ তাজুল ইসলাম ও সভাপতি জাহাঙ্গীর আলম (মজনু) ডেভোলপার “উত্তরাধীকার প্রোপাটিজ লিঃ (ইউ.পি.এল)”, এম.ডি, ওবায়েদুর রহমান (রুবেল) এর সঙ্গে তৃতীয় ও চতুর্থ কিস্তির টাকা সাইনিং মানি হিসাবে পরিশোধ ও ভ‚মি উন্নয়ন করে, ৬টি ভবন তৈরি করে ডেভোলপার (ইউ.পি.এল) ও সমিতির মধ্যে বন্টন করে নেওয়ার নিবন্ধিত চুক্তি করে। সে মোতাবেক ডেভোলপার (ইউ.পি.এল) কে ১৮/০২/২০০৮ইং তারিখে ১৫০৯ নং আমমোক্তার নামা ও প্রত্যেক সদস্য থেকে আলাদা আলাদা ফরমে স্বাক্ষরিত ছবিযুক্ত হলফ নামা স্বাক্ষর করে ইউ.পি.এলকে প্রদান করে।
চুক্তি মোতাবেক ডেভোলপার (ইউ.পি.এল) ৬টি ভবন তৈরির কথা থাকলেও নীচতলা গ্যারেজ রেখে ৭টি ভবনে ৪৪৮টি ফ্ল্যাট তৈরি করেন এবং ফ্ল্যাটের সাইজ একই হওয়ার কথা থাকলেও করেন ভিন্ন ভিন্ন সাইজের। ফ্ল্যাট সমূহ সমিতি ও ডেভোলপারের মধ্যে চুক্তি মোতাবেক বন্টন হওয়ার কথা থাকলেও সমিতির কর্তৃপক্ষ কোনো সদস্যকে ২টি ও কোন সদস্যকে ১টি করে মোট ৩১ জন সদস্যকে ফ্ল্যাট বুঝিয়ে দেন এবং অবশিষ্ট ৩৩ জন সদস্যকে ফ্ল্যাট না দিয়ে ডেভোলপার (ইউ.পি.এল) এর সহযোগিতায় ফ্ল্যাট সমূহ বিক্রয় করে টাকা আত্মসাৎ করেন। এখনও অনেক সদস্য সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও ডেভোলপারের এম.ডি’র সঙ্গে বারবার যোগাযোগ করেও ফ্ল্যাট বুঝে পাচ্ছে না।
উল্লেখ্য সমিতির নিয়ম বহিভূত ভাবে পরিচালনার কারণে সমিতির নিবন্ধন জেলা সমবায় কার্যালয়, ঢাকা, আদেশ নং- ১৩১৬, তারিখ- ০৫/০৮/২০১২ইং মূলে সমিতির নিবন্ধন বাতিল করে ছিলেন। যা ৬ বছর পর আপিল নং- ২৭/২০১৭ইং এর রায়ে ১৬/০১/২০১৮ইং তারিখে নিবন্ধন ফিরে পায়। নিবন্ধন ফিরে পেয়ে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্বের মত স্বেচ্ছাচারিতা আরো বাড়িয়ে দেন। যা বিভিন্ন নিয়ম বহিভুত কাজে প্রমানিত হচ্ছে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply