শাহাদাত হােসেন
নোয়াখালী প্রতিনিধি:
শুভ জন্মদিন সাদা মনের মানুষ “হানিফ সুমন”
এ সাদা মনের মানুষ হানিফ সুমন জন্মগ্রহণ করেন, ৩ডিসেম্বর ১৯৮২ সালে নোয়াখালী জেলা কােম্পানীগঞ্জ উপজেলায়,১নং সিরাজপুর ইউনিয়ন, সিরাজপুর গ্রাম, আট ঘরিয়া সমাজে, আনােয়ার আলী পাটােয়ারী বাড়ী/ফ্রান্স সফি মিয়া বাড়িতে। মরহুম ফ্রান্স সফি উল্যা মিয়ার তিন ছেলেমেয়ের মধ্যে একমাত্র পুত্র হানিফ সুমন।
,
তিনি মানুষকে সহযোগিতা করা, মানুষের দুঃখ কষ্টকে নিজের মত করে ভাবা, পরের বিপদে পাশে দাঁড়ানো, নিজের কথা চিন্তা না করে অন্যের সমস্যা সমাধানে এগিয়ে আসা, মানুষকে ভালোবেসে নিজেকে উজাড় করে দেওয়া, একজন সাদা মনের মানুষ। সেই সাদা মনের মানুষটার নাম হানিফ সুমন ।
,
তিনি নোয়াখালী জেলা, কােম্পানীগঞ্জ উপজেলায় ১নং সিরাজপুর ইউনিয়নে চাঁড়াভিটি “অগ্নিবীণা পাঠাগার” সহ-সভাপতি দায়িত্ব পালন করেন।
,
যে কোনো সময় আর্থিক বা অসহায় মানুষের পাশে থাকা। তিনি নিজের কথা না ভেবে মানব সেবায় কাজ করে যাচ্ছেন। নিজের উপজেলায়, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সমাজিক সংগঠন সহ সবার সাথে যোগাযোগ রেখে সমাজের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
,
হানিফ সুমনের মত মানবিক গুনাবলীর একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায় সমাজ আলােকিত হয়েছে। আমরা এধরনের একজন মানবিক গুনাবলী পূর্ণ মানুষের সুস্থতা ও দীর্ঘদিন যাবৎ সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারে সেই কামনা করেন এলাকাবাসী।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply