সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে শিক্ষানবিশ আইনজীবি মো: দিদারুল আলম হত্যার অন্যতম আসামি হিরন ভূঁইয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে স্থানীয় জনগণের উদ্যোগে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এই মানবন্ধনের আয়োজন করা হয়।
এর আগে গত শুক্রবার (২১ অক্টোবর) রাতে সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে হত্যা মামলার দ্বিতীয় ও অন্যতম আসামী হিরন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হিরন একই এলাকার ভূঁইয়া বাড়ির রফিক উল্যা ভূঁইয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানায়, ২০১২ইং সালের ৩১ অক্টোবর সকালে সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের কালিবাজার এলাকায় শিক্ষানবিশ আইনজীবি দিদারুল আলমকে হত্যা করে সন্ত্রাসীরা। ওইদিন দিদারের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার হিরণ ভূঁইয়ার ফাঁসির দাবি করেন স্বজনরা।
এই সময় বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী রেহানা আক্তার, ছেলে আসিফুল হক অন্তর, মেয়ে সাদিকুর নাহার, নিহতের বোন রাব্বি ও ভগ্নিপতি সোহাগ।
মানববন্ধনে পরিবারের স্বজনদের পাশাপাশি স্থানীয়রাও অংশ নেন। এসময় শিক্ষানবিশ আইনজীবি এড. দিদারুল আলম হত্যার এক যুগ পর গ্রেফতার প্রধান আসামী হিরণ ভূঁইয়ার ফাঁসির দাবি করেন আয়োজকরা।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply