সময় ই-নিউজ
হৃদয় চৌধুরী মামুনঃ
অসহায়ত্ব বা অভাব কাকে বলে তা অনুভব করতে হলে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব জীবন নিয়ে দীর্ঘ ১০ বছর ধরে মানবেতর জীবন যাপন করা সোহেলকে দেখলে বা কথা বলেই বুঝতে পারবেন। এখন তার পিঠ ঠেকে গেছে দেওয়ালে। বেঁচে থাকা হয়ে পড়েছে কঠিন। সোহেল মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আউলটিয়া রাগামারা বাজারের পাশে ফেদু মন্ডল বাড়ীর।
জানা গেছে, সোহেল মিয়া একটি বেসরকারি প্রতিষ্ঠান স্কয়ারে কাজ করতেন। তিনি ডিউটিতে যাওয়ার সময় (২০১০ সালে) স্টাফ গাড়ীটি সড়ক দুর্ঘটনার শিকার হলে দুর্ঘটনায় আহত হন তিনি। তারপর সোহেলকে কোম্পানির লোকজন উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শরীরের অবস্থা আরও অবনতি ঘটলে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা জানান তার তিন নাম্বার পাইনালস্কট মেরুদন্ড ভেঙ্গে গেছে। এরপর স্কয়ার হাসপাতালে অপারেশন করা হয়েছে। ওই হাসপাতাল থেকে দুই সপ্তাহ পর সাভারে সিআরপি থেরাপি জন্য পাঠানো হলে সেখানে দুই মাস চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সিআরপি হাসপাতাল থেকে তাকে একটি হুইল চেয়ার দেয়া হয়। সিআরপিতে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তখন হাসপাতাল পক্ষ থেকে জানানো হয় সোহেল আর সুস্থ হবে কিনা বলা যাচ্ছে না। দুর্ঘটনার ১০ বছর অতিবাহিত হলেও হুইল চেয়ারে জীবন যাপন করছেন সোহেল।
সোহেলের পরিবারের লোকজন জানান, বর্তমানে তিনি হাত পা নাড়াতে পারে না সম্পূর্ণ শরীর প্যারালাইসিস হয়ে গেছে। হাত দিয়ে খেতেও পারেন না, খাওয়ানো, প্রস্রাব পায়খানা করা সম্পুর্ন তার স্ত্রীর উপর নির্ভরশীল। সোহেল মিয়ার সংসারে উপার্জন করার মত কেউ নেই, অভাবের সংসারে ছেলে মেয়েকে নিয়ে খুব কষ্টে মানবেতর জীবন করছেন।
পঙ্গু সোহেল জানান, প্রতিমাসে ঔষুধ কিনতে হয় ৪০০০/৫০০০ হাজার টাকার। অন্যদিকে ছেলেমেয়ের লেখাপড়ার খরচ ও সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। সবার কাছে এ কঠিন বিপদের সময় তার পরিবারকে আর্থিক সাহায্য করার অনুরোধ জানান তিনি।
সোহেলের পার্সোনাল বিকাশ নাম্বার ০১৭৫১১৯৯৩৪৭,,
০১৯১৭০৭৫৩৮২-৬ বিকাশ, রকেট নগদ নাম্বার ০১৬৭৯১৫৭৬৪১ কথা বলতে চাইলে ইমু ০১৭৫১১৯৯৩৪৭
পোস্টটি শেয়ার করুন
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply