লিটারে আরো ৭ টাকা বাড়ানো হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৯২ টাকা দরে বিক্রি হবে। মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিলমালিকদের সংগঠন। দাম বাড়ানোর এ প্রস্তাব ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) দেয় সংগঠনটি। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছিল। সেসময় ট্যারিফ কমিশনের উপ-প্রধান (চ.দা.) মো. মাহমুদুল হাসান বলেন, ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাবটি আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনার পর সেটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply