রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৪৩২ জন প্রবাসী বাংলাদেশি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তারা।
বৈরতের বাংলাদেশ দূতাবাস জানায়, লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির প্রথম ফ্লাইট শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাস বৈরুতের তত্ত্বাবধানে ৪৩২ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের চার্টার্ডকৃত বিমানটি (বোয়িং-৭৭৭) ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি লেবাননের বাংলাদেশ দূতাবাসের জরুরি এক নোটিশে জানায়, স্বেচ্ছায় দেশে ফেরত যাওয়ার জন্য বিশেষ কর্মসূচির আওতায় গত সেপ্টেম্বরে দূতাবাসে আবেদনকারীদের মধ্যে ৪৭০ জনের ভিসা পাওয়া গেছে। তাদের আগামী ১৫, ১৬, ১৯, ২২ এবং ২৩ ফেব্রুয়ারি মোট ৬টি ফ্লাইটযোগে দেশে পাঠানো হবে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply