অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া নতুন দুটিসহ সরকারের দেয়া মোট প্রণোদনা প্যাকেজের সংখ্যা ২৩টি। যার মোট আর্থিক পরিমাণ ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকা, যা জিডিপির ৪.৪৪ শতাংশ ।
রবিবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমার বিশ্বাস প্রধানমন্ত্রী যে উদ্দেশে এ দুটি নতুন প্রণোদনা ঘোষণা করেছেন তা অবশ্যই কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো মন্ত্রীর লিখিত বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া নতুন দুটি প্রণোদনার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অত্যন্ত উপকৃত হবে। পাশাপাশি অর্থনীতিতে আরো গতি সঞ্চার হবে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অতিদরিদ্র বয়স্ক ও বিধবাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন দুটি প্রণোদনা কর্মসূচি অনুমোদন দিয়েছেন। কর্মসূচি দুটির মোট বরাদ্দ ২ হাজার ৭০০ কোটি টাকা। যার বাস্তবায়ন অবিলম্বে শুরু হবে বলেও জানান তিনি।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoyenews/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply